সন্ধির উদ্দেশ্য ও প্রয়োজনীয়তা
তৎসম সন্ধি
বাংলা সন্ধি
বাংলা সন্ধি দু প্রকার: ১। স্বরসন্ধি, ২। ব্যঞ্জনসন্ধি।
বাংলা ভাষায় ব্যবহৃত তৎসম সন্ধি ৩ প্রকার।
১। স্বরসন্ধি, ২। ব্যঞ্জনসন্ধি, ৩। বিসর্গসন্ধি।
বাংলা সন্ধি
স্বরসন্ধি: স্বরধ্বনির সঙ্গে স্বরধ্বনির মিলনে যে সন্ধি হয়, তাকে স্বরসন্ধি বলে।
রুপা + আলি = রুপালি
সোনা + আলি = সোনালি
শাঁখা + অারি = শাঁখারি
শত + এক = শতেক
মা + এর = মায়ের
মিথ্যা + উক = মিথ্যুক
হিংসা + উক = হিংসুক
নিন্দা + উক = নিন্দুক
গুটি + এক = গুটিক
কুড়ি + এক = কুড়িক
ধনি + এক = ধনিক
আশি + এর = আশির
নদী + এর = নদীর
যা+ ইচ্ছা + তাই = যাচ্ছেতাই।
ব্যঞ্জনসন্ধি: স্বরধ্বনির সাথে ব্যঞ্জনধ্বনি বা ব্যঞ্জনধ্বনির সাথে ব্যঞ্জনধ্বনি অথবা ব্যঞ্জনধ্বনির সাথে স্বরধ্বনির যে মিলন হয় তাকে ব্যঞ্জনধ্বনি বলে।
কাঁচা + কলা = কাঁচকলা
ছোট + দা= ছোড়দা
আর + না = আন্না
ধর্ + না = ধন্না
চার + টি = চাট্টি
দুর্ + ছাই = দুচ্ছাই
নাতি + বৌ= নাতবৌ
উৎ + চারণ = উচ্চারণ
নাত + জমাই = নাজ্জামাই
বদ + জাত = বজ্জাত
হাত + ছানি = হাচ্ছানি
পাঁচ + শ = পাঁশ্শ
সাত + শ = সাশ্শ
পাঁচ + শিকা = পাঁশ্শিকা
বোন + আই = বোনাই
...................
পরীক্ষা: বাংলা সন্ধি
তৎসম সন্ধি
বাংলা সন্ধি
বাংলা সন্ধি দু প্রকার: ১। স্বরসন্ধি, ২। ব্যঞ্জনসন্ধি।
বাংলা ভাষায় ব্যবহৃত তৎসম সন্ধি ৩ প্রকার।
১। স্বরসন্ধি, ২। ব্যঞ্জনসন্ধি, ৩। বিসর্গসন্ধি।
বাংলা সন্ধি
স্বরসন্ধি: স্বরধ্বনির সঙ্গে স্বরধ্বনির মিলনে যে সন্ধি হয়, তাকে স্বরসন্ধি বলে।
রুপা + আলি = রুপালি
সোনা + আলি = সোনালি
শাঁখা + অারি = শাঁখারি
শত + এক = শতেক
মা + এর = মায়ের
মিথ্যা + উক = মিথ্যুক
হিংসা + উক = হিংসুক
নিন্দা + উক = নিন্দুক
গুটি + এক = গুটিক
কুড়ি + এক = কুড়িক
ধনি + এক = ধনিক
আশি + এর = আশির
নদী + এর = নদীর
যা+ ইচ্ছা + তাই = যাচ্ছেতাই।
ব্যঞ্জনসন্ধি: স্বরধ্বনির সাথে ব্যঞ্জনধ্বনি বা ব্যঞ্জনধ্বনির সাথে ব্যঞ্জনধ্বনি অথবা ব্যঞ্জনধ্বনির সাথে স্বরধ্বনির যে মিলন হয় তাকে ব্যঞ্জনধ্বনি বলে।
কাঁচা + কলা = কাঁচকলা
ছোট + দা= ছোড়দা
আর + না = আন্না
ধর্ + না = ধন্না
চার + টি = চাট্টি
দুর্ + ছাই = দুচ্ছাই
নাতি + বৌ= নাতবৌ
উৎ + চারণ = উচ্চারণ
নাত + জমাই = নাজ্জামাই
বদ + জাত = বজ্জাত
হাত + ছানি = হাচ্ছানি
পাঁচ + শ = পাঁশ্শ
সাত + শ = সাশ্শ
পাঁচ + শিকা = পাঁশ্শিকা
বোন + আই = বোনাই
...................
পরীক্ষা: বাংলা সন্ধি
No comments:
Post a Comment