ভাষা কী?
মনের ভাব প্রকাশ করার প্রধান মাধ্যম হল ভাষা। ভাব বিভিন্ন ভাবে প্রকাশ করা যায়। যেমন: ইশারায়, ছবি এঁকে, অঙ্গভঙ্গির মাধ্যমে। কণ্ঠধ্বনির সাহায্যে মানুষ যত বেশি মনের ভাব প্রকাশ করে অন্য কোনো ভাবে তা পারে না। আর এর প্রধান কারণ অন্যরা কণ্ঠধ্বনি সহজেই বুঝতে পারে। কণ্ঠধ্বনি বলতে মুখগহ্বর, কণ্ঠ, নাক ইত্যাদির সহায্যে উচ্চারিত বোধগম্য ধ্বনি বা ধ্বনি সমষ্টিকে বোঝায়। এই ধ্বনিই হল ভাষার মূল উপাদান। ধ্বনি সৃষ্টি হয় বাগ্যন্ত্রের মাধ্যমে। বাগ্যন্ত্র হল মানুষের গলনালি, দাঁত, মুখবিবর, কণ্ঠ, জিহ্বা, তালু, নাক ইত্যাদির সহযোগ। বাগযন্ত্রের মাধ্যমে উচ্চারিত যে কোনো ধ্বনিই ভাষা নয়। ধ্বনির অর্থ ও ধারাবাহিকতা না থাকলে আমরা সেটিকে ভাষা বলতে পারি না। আর এ কারণেই পশু-পাখির দ্বারা সৃষ্ট আওয়াজ ভাষা নয়।
সুতরাং মানুষের বাগযন্ত্রের দ্বারা সৃষ্ট অর্থবোধক ধ্বনির সংকেতের সাহায্যে মানুষের ভাব প্রকাশের মাধ্যমই হলো ভাষা। বাগযন্ত্র দ্বারা সৃষ্ট ধ্বনির প্রতীক আবিষ্কারের মাধ্যমে কণ্ঠনিঃসৃত ধ্বনির লিখিত রূপ পাওয়া সম্ভব হয়েছে।
স্থান, কাল, সমাজভেদে ভাষার রূপভেদ হয়। তাই পৃথিবীর বিভিন্ন জনগোষ্ঠীর ভাষা বিভিন্ন রকম হয়ে থাকে।
ভাষার সংজ্ঞা:
বিভিন্ন ভাষাবিদ ভাষাকে বিভিন্নভাবে ভাষাকে সংজ্ঞায়িত করেছেন।
ভাষার সংজ্ঞা দিতে গিয়ে ড. সুনীতি কুমার চট্টোপাধ্যায় লিখেছেন:
মনের ভাব-প্রকাশের জন্য, বাগ্যন্ত্রের সাহায্যে উচ্চারিত ধ্বনি দ্বারা নিষ্পন্ন, কোনো বিশেষ জনসমাজে ব্যবহৃত, স্বতন্ত্রভাবে অবস্থিত, তথা বাক্যে প্রযুক্ত, শব্দসমষ্টিকে ভাষা বলে।ড. মুহম্মদ শহীদুল্লাহ্র মতে:
মনুষ্য জাতি যেসব ধ্বনি বা ধ্বনিসমষ্টির সাহায্যে মনের ভাব প্রকাশ করে তাকে ভাষা বলা হয়ে থাকে।ড. মুহম্মদ এনমুল হক এর বলেছেন:
মানুষ বাগ্যন্ত্রের সাহায্যে সমাজভুক্ত জনগণের বোধগম্য যে সমস্ত ধ্বনি বা ধ্বনিসমষ্টি উচ্চারণ করে সে সমস্ত ধ্বনি বা ধ্বনিসমষ্টিকে ভাষা বলে।ড. সুকুমার সেনের মতে:
মানুষের উচ্চারিত, অর্থবহ বহুজনবোধ্য ধ্বনিসমষ্টিই ভাষা।ড. মুহম্মদ আব্দুল হাই এর মতে:
এক এক সমাজের সকল মানুষের উচ্চারিত অর্থবোধক ধ্বনিসমষ্টিই ভাষা।সাধু ও চলিত ভাষা........
ভাষার বৈশিষ্ট্য.....
বাংলা ভাষা........
সুন্দর
ReplyDelete