অনুশীলন
অপপ্রয়োগ:
এইবার স্যার আমাদের উপর রাগিয়া গিয়েছেন সেদিন বল্লেন, ‘তোমরা ম্যাট্রিক পাস করিয়া আসিলে কি করে? মুহূর্ত, মনীষি, দন্দ, বেবধান, নুপুর, বাণিজ্য ইত্যাদি বানান পর্যন্ত ভুল কর। মনে রেখ এই সমস্ত ভুলের জন্য তোমাদের মাফ করা হবে না’।
অপপ্রয়োগ:
আজকাল বানানের ব্যাপারে সকল ছাত্ররাই অমনোযোগী। বানান শুদ্ধ করে লেখার জন্য তাহারা ত সচেষ্টিত নহেই, বরং অবস্থাদৃষ্টে মনে হয়, তাহারা সবাই ভুল করার প্রতিযোগিতায় নেমেছে।
কিছুক্ষণ পর মিজান বলল, এটি লজ্জাকর ব্যাপার; আমরা থাকতে মেয়েরা গাছে উল্লষ্ফন করবে এটি সঠিক নয়। এই বলে মিজান একটি গাছ বেয়ে ওপরে উঠল। অন্যরা তা দেখে গৌরবান্বিত হলো।
শুদ্ধপ্রয়োগ:
অপপ্রয়োগ:
ইদানিংকালে ইংরেজি ধাঁচে বাংলা বলার অপচেষ্টা দেখা যাচ্ছে। বিশ্বে বাংলা ভাষাভাষীর সংখ্যা প্রায় পঁচিশ কোটি। শুধুমাত্র গায়ের জোরে কাজ হয় না। পরীক্ষা চলাকালীন সময়ে শিক্ষার্থীরা অনেক বেশি অমনোযোগী থাকে বলে বানান ভুল করে। সরকারি পর্যায়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে সর্বস্তরে বাংলা ভাষা চালু করতে হবে।
শুদ্ধপ্রয়োগ:
অপপ্রয়োগ:
ছেলেটি ভয়ানক মেধাবী ও বিনয়ী। তার মেধা পরিদর্শন করে সবাই মুগ্ধ শিক্ষকবৃন্দরা মনে করেন, আগামী ভবিষ্যতে সে অসামান্য সাফল্যতা বয়ে আনবে, যা ইতিপূর্বে এ প্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থীর পক্ষে সম্ভব হয়নি।
শুদ্ধপ্রয়োগ:
অপপ্রয়োগ:
রাত জেগে ফেইসবুক দেখে অনেক ছাত্ররা নিজেদের শরীরের ক্ষতি করছে। এতে তারা যেমন মানসিক দৌর্বল্যতায় ভুগছে তেমনি পড়শুনায় হচ্ছে অমনোযোগী। তাছাড়া আবশ্যকীয় প্রস্তুতির কাঙ্ক্ষিত ফলাফল অর্জন করতে না পেরে অনেকে চোখে সর্ষে পুষ্প দেখে।
শুদ্ধপ্রয়োগ:
অপপ্রয়োগ:
নিজ ব্যক্তিত্বের বৈচিত্র্যতা দেখাতে সে সর্বদা সচেষ্ট। এ লক্ষ্যে বিনা প্রয়োজনে মিটিং চলাকালীন সময়েও সে যখন-তখন দাঁড়িয়ে পড়ে। কেউ তার সমালোচনা করলে অপমানবোধ করে সে। নিজের দৈন্যতা সে বুঝতেই পারে না কখনো। তাই নিজ অহংকারবোধ নিয়েই চলতে থাকে সে।
শুদ্ধপ্রয়োগ:
অপপ্রয়োগ:
দিন দিন মাদকাসক্তের সংখ্যা বেড়েই চলেছে। ফলে যুবসমাজ ধ্বংসের দারপ্রান্তে দাঁড়িয়েছে সরকার কার্যকর পদক্ষেপ না নিলে দেশ মহা সংকটে পড়বে এই অবস্থা থেকে উত্তরণের জন্য জনগণের সচেতনতা খুবই গুরুত্বপূর্ণ।
শুদ্ধপ্রয়োগ:
অপপ্রয়োগ:
আকণ্ঠপর্যন্ত ভোজন করলে বা ভোজনে অনিয়মিত হলে স্বাস্থ্যহানি ঘটে। এটা জানা আবশ্যকীয়। স্কুলের সকল শিক্ষার্থীদের স্বাস্থ্য সচেতন করে তুলতে শিক্ষকসভায় এ বিষয়ে সেমিনার আয়োজনের নীতিগত সিদ্ধান্ত করা হয়।
শুদ্ধপ্রয়োগ:
অপপ্রয়োগ:
রহিমা দেখতে রূপবতী। কিন্তু সে বিদূষী নয়। তাই জৌতুক ছাড়া তাকে বিয়ে দেয়া গেল না। তার স্বামীর পরিবারে ঐক্য ছিলো না। তবে তার স্বামী সানন্দিত চিত্ত মানুষ ছিলেন।
শুদ্ধপ্রয়োগ:
অপপ্রয়োগ:
তরুণ সুবুদ্ধিমান ছেলে। কিন্তু সংসারের দীনতায় সে পড়শোনায় মনোযোগ দিতে পারছে না। উদয়াস্ত পর্যন্ত পরিশ্রম করে তবু দারিদ্র্যতা দূর হয় না। আকণ্ঠ পর্যন্ত ভোজন সে কখনও করতে পারে নি।
শুদ্ধপ্রয়োগ:
অপপ্রয়োগ:
এমন লজ্জাস্কর ব্যাপার কখনো দেখি নাই। ছেলেটি বংশের মাথায় চুনকালি দিয়েছে। ওর বাবা-মায়ের আর বাঁচার স্বাদ নেই। তারা খুবই অপমানিত হয়েছেন। সবাই ওকে চরিত্রবান মনে করত।
শুদ্ধপ্রয়োগ:
অপপ্রয়োগ:
আগামীকাল কলেজ বন্ধ থাকবে। আজ ছাত্রদের অনুপস্থিতি কম। ছাত্রদের অবগতির জন্য বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। সুশিক্ষিত ব্যক্তিমাত্রই স্বশিক্ষিত। কলেজ অধ্যক্ষ জাতীয় প্রেসক্লাবের এক সংবাদ সম্মেলনে বক্তব্য রাখবেন।
শুদ্ধপ্রয়োগ:
অপপ্রয়োগ:
ইদানিংকালে ইংরেজি ধাঁচে বাংলা বলার অপচেষ্টা দেখা যাচ্ছে। বিশ্বে বাংলা ভাষাভাষীর সংখ্যা প্রায় পঁচিশ কোটি। শুধুমাত্র গায়ের জোরে কাজ হয় না। পরীক্ষা চলাকালীন সময়ে শিক্ষার্থীরা অনেক বেশি অমনোযোগী থাকে বলে বানান ভুল করে। সরকারি পর্যায়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে সর্বস্তরে বাংলা ভাষা চালু করতে হবে।
শুদ্ধপ্রয়োগ:
অপপ্রয়োগ:
ছেলেটি ভয়ানক মেধাবী ও বিনয়ী। তার মেধা পরিদর্শন করে সবাই মুগ্ধ শিক্ষকবৃন্দরা মনে করেন, আগামী ভবিষ্যতে সে অসামান্য সাফল্যতা বয়ে আনবে, যা ইতিপূর্বে এ প্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থীর পক্ষে সম্ভব হয়নি।
শুদ্ধপ্রয়োগ:
অপপ্রয়োগ:
রাত জেগে ফেইসবুক দেখে অনেক ছাত্ররা নিজেদের শরীরের ক্ষতি করছে। এতে তারা যেমন মানসিক দৌর্বল্যতায় ভুগছে তেমনি পড়শুনায় হচ্ছে অমনোযোগী। তাছাড়া আবশ্যকীয় প্রস্তুতির কাঙ্ক্ষিত ফলাফল অর্জন করতে না পেরে অনেকে চোখে সর্ষে পুষ্প দেখে।
শুদ্ধপ্রয়োগ:
অপপ্রয়োগ:
নিজ ব্যক্তিত্বের বৈচিত্র্যতা দেখাতে সে সর্বদা সচেষ্ট। এ লক্ষ্যে বিনা প্রয়োজনে মিটিং চলাকালীন সময়েও সে যখন-তখন দাঁড়িয়ে পড়ে। কেউ তার সমালোচনা করলে অপমানবোধ করে সে। নিজের দৈন্যতা সে বুঝতেই পারে না কখনো। তাই নিজ অহংকারবোধ নিয়েই চলতে থাকে সে।
শুদ্ধপ্রয়োগ:
অপপ্রয়োগ:
দিন দিন মাদকাসক্তের সংখ্যা বেড়েই চলেছে। ফলে যুবসমাজ ধ্বংসের দারপ্রান্তে দাঁড়িয়েছে সরকার কার্যকর পদক্ষেপ না নিলে দেশ মহা সংকটে পড়বে এই অবস্থা থেকে উত্তরণের জন্য জনগণের সচেতনতা খুবই গুরুত্বপূর্ণ।
শুদ্ধপ্রয়োগ:
অপপ্রয়োগ:
আকণ্ঠপর্যন্ত ভোজন করলে বা ভোজনে অনিয়মিত হলে স্বাস্থ্যহানি ঘটে। এটা জানা আবশ্যকীয়। স্কুলের সকল শিক্ষার্থীদের স্বাস্থ্য সচেতন করে তুলতে শিক্ষকসভায় এ বিষয়ে সেমিনার আয়োজনের নীতিগত সিদ্ধান্ত করা হয়।
শুদ্ধপ্রয়োগ:
অপপ্রয়োগ:
রহিমা দেখতে রূপবতী। কিন্তু সে বিদূষী নয়। তাই জৌতুক ছাড়া তাকে বিয়ে দেয়া গেল না। তার স্বামীর পরিবারে ঐক্য ছিলো না। তবে তার স্বামী সানন্দিত চিত্ত মানুষ ছিলেন।
শুদ্ধপ্রয়োগ:
অপপ্রয়োগ:
তরুণ সুবুদ্ধিমান ছেলে। কিন্তু সংসারের দীনতায় সে পড়শোনায় মনোযোগ দিতে পারছে না। উদয়াস্ত পর্যন্ত পরিশ্রম করে তবু দারিদ্র্যতা দূর হয় না। আকণ্ঠ পর্যন্ত ভোজন সে কখনও করতে পারে নি।
শুদ্ধপ্রয়োগ:
অপপ্রয়োগ:
এমন লজ্জাস্কর ব্যাপার কখনো দেখি নাই। ছেলেটি বংশের মাথায় চুনকালি দিয়েছে। ওর বাবা-মায়ের আর বাঁচার স্বাদ নেই। তারা খুবই অপমানিত হয়েছেন। সবাই ওকে চরিত্রবান মনে করত।
শুদ্ধপ্রয়োগ:
অপপ্রয়োগ:
আগামীকাল কলেজ বন্ধ থাকবে। আজ ছাত্রদের অনুপস্থিতি কম। ছাত্রদের অবগতির জন্য বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। সুশিক্ষিত ব্যক্তিমাত্রই স্বশিক্ষিত। কলেজ অধ্যক্ষ জাতীয় প্রেসক্লাবের এক সংবাদ সম্মেলনে বক্তব্য রাখবেন।
No comments:
Post a Comment